পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত

 

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসেকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শেখ রাসেল ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক আদরের সন্তান। মাত্র ১০ বছরের জীবনে বঙ্গবন্ধু কখনো ভালোভাবে শেখ রাসেলকে সময় দিতে পারেনি কারন তখন তিনি প্রায়ই জেলে থাকতেন। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতে তার ছোট ছেলে রাসেলকেও ঘাতক বাহিনী ছেড়ে দেয়নি। ফুলের মত নিষ্পাপ শিশুটিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালোবাসতেন। ফুলের মত শিশু সেখ রাসেলের কথা চিন্তা করেই ১৮ অক্টোবরকে রাসেল দিবস ঘোষণা করা হয়।

এছাড়াও পিরোজপুর পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক কাউন্সিলরদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে দোয়া ও মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করেন। এছাড়াও শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:৫৩)
  • ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১