শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পরে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ওই দুই বাংলাদেশীর নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ।
সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্তে ৯৮৮ নং সীমান্ত পিলারের ১ নং সাব পিলার দিয়ে চোরাচালানের চেষ্টা করে বাংলাদেশী ও ভারতীয় চোরাচালানকারীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে পার্শ্ববতী গ্রামের সুজন মিয়া ও আব্দুল মজিদ নামে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গীরা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়। একটি সুত্রে মতে, আইনী জটিলতার কারণে তারা রংপুরের একটি বে-সরকারী হাসপাতালে গোপনে চিকিৎসা গ্রহন করছেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।