রাউজানে সিএনজি অটোরিক্সা চুরি

 

রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের আদালত ভবনের দক্ষিণ পাশে আলম বিল্ডিংয়ের ভেতর থেকে একটি সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। গতকাল ২২ অক্টোবর শনিবার ভোররাতে এই চুরির ঘটনা সংগঠিত হয় । চট্টগ্রামথ- ১৪-৫২১৩ নম্বরের সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা চালক বাবুল নাথ বলেন, সারাদিন সিএনজি অটোরিক্সা চালিয়ে গত ২১ অক্টোবর শুক্রবার রাতে তার বাসা আলম বিল্ডিং এ আসেন। গাড়ীটি গলির ভেতরে রেখে বাসায় ঘুমিয়ে পড়ি। গতকাল ২২ অক্টোবর শনিবার ভোরে ঘুম থেকে উঠে সিএনজি অটোরিক্সাটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরও কোন হদিস পায়নি। চুরি হওয়ার ঘটনার ব্যাপারে সিএনজি অটোরিক্সার মালিক আবু তাহের সিএনজি চালক বাবুল নাথকে চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে সন্দেহ করে রাউজান থানায় অভিযোগ করেছেন। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, সিএনজি অটোরিক্সা চুরির ঘটনার ব্যাপারে পুলিশ তদন্ত করবে। তদন্ত করে চুরির রহস্য উদঘাটন করার প্রচেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১:০৩)
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ