মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
সোনালী ব্যাংক লি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা’র এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় পৌর শহরের মেইন সড়কে সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা অফিস সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বুথ উদ্বোধন করেন সোনালী ব্যাংক দিনাজপুর অফিসের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে অফিসার (ক্যাশ) মুক্তা গুপ্তা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা’র ম্যানেজার মোছা: হাবিবা সুলতানা।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক দিনাজপুর অফিসের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: সাইফুর রহমান,এ্যসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম মাহবুব উল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা’র সিনিয়র অফিসার মিলন চন্দ্র বর্মন। এ সময় সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী,গ্রাহক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
মোবাইল: ০১৭৭০০৭০১১১