মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
আসছে আগামী ২৮ নভেম্বর ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া(দক্ষিন) ইউনিয়ন পরিষদের নির্বাচনের ঘোষণা দিয়েছে জেলা নির্বাচন অফিস। ঘোষনার পর থেকেই ঐ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনি আমেজ বইতে শুরু করেছে।
এরিধারাবাহিকতায় প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে।
নির্বাচন অফিস সুত্রমতে ১৭ অক্টোবর থেকে ০৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ০৭নভেম্বর মনোনয়ন পত্র যাছাই এবং ০৮নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যনুযায়ী,
নির্বাচনে অংশ গ্রহন করার জন্য এরই মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারন সদস্য পদে ৪৩জন ও সংরক্ষিত আসনে ৮জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। নির্বাচন উপলক্ষে শুক্র ও শনিবার মনোনয়ন সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকবে।