হালদায় আবারও মরে ভেসে উঠেছে ২৫ কেজি ওজনের ডলফিন

 

রাউজান প্রতিনিধি:
হালদা নদীতে আবারও মরে ভেসে উঠেছে ডলফিন।বৃহস্পতিবার বিকালে এই মৃত নৌ-পুলিশ ও আইডিএফের সহায়তায় ডলফিনটি উদ্ধার করা হয়েছে হাটহাজারীর পুরাতন হালদা নদীর দক্ষিণ বাড়িঘোনা উত্তর মসজিদের পাশে শাখা খাল থেকে।ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ৮ ইঞ্চি ও প্রস্থ ১ ফুট ১ ইঞ্চি ও ওজন ২৫ কেজি ৩০০ গ্রাম।উদ্ধার করা ডলফিনটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নৌ- পুলিশ। ডলফিন শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডলফিনটি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই ধারণা করা যাচ্ছে কয়েকদিন আগে মারা গেছে।প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এ নিয়ে গত পাঁচ বছরে হালদায় ৩৯টি ডলফিন মারা যায়।হালদা নদীর উপর পিএইচডি ও এম.এসসি. (থিসিস) ডিগ্রি অর্জনকারী হালদা গবেষক ও চট্রগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম জানান,
হালদা নদীতে বসবাসকারী গাঙ্গেয় ডলফিন ( প্ল্যাটেনিস্টা গ্যানজেটিকা Platanista gangetica) বাংলাদেশের বিপন্ন প্রজাতির স্বাদুপানির স্তন্যপায়ী প্রাণি। কিন্তু মানবসৃষ্ঠ ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রভাবে হালদার জলজ পরিবেশ ডলফিনের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে যা হালদা বাস্তুতন্ত্রের জন্য সামগ্রিক অশনিসংকেত নির্দেশ করে।হালদা নদী থেকে এখনো পর্যন্ত উদ্ধার করা মৃত ডলফিনের সংখ্যা ৩৯। এই নিয়ে চলতি বছরে প্রাপ্ত মৃত ডলফিনের সংখ্যা ০৬ টি। যার মধ্যে তিনটি উদ্ধার করা হয়েছিল জুলাই মাসে। সর্বশেষ মৃত্য ডলফিনটি (৩৯ তম) উদ্ধার করা হয়েছে ৩রা নভেম্বর, ২০২২ হাটহাজারীর পুরাতন হালদা নদীর দক্ষিণ বাড়িঘোনা উত্তর মসজিদের পাশে খালের ধারে আটকে ছিল।ডলফিনটি জোয়ারের পানিতে শাখাখালে প্রবেশ করে সম্ভবত জালে বা কোনো কিছুতে আটকা পড়ে মারা যায়। প্রতিনিয়ত হালদা নদী ও এর শাখাখালের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের জাল,বঁড়শি, এবং বিষ ব্যবহার করে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে। এসব অবৈধজাল হালদায় ডলফিন মৃত্যুর অন্যতম কারণ। পাশাপাশি ডলফিনের বয়সবৃদ্বি, খাদ্যের অভাব, দুষণ, পানির গুনাবলি পরিবর্তন,ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি সম্পৃক্ত। হালদার বাস্ততন্তুকে ডলফিনের নিরাপদ আবাসস্থল করতে প্রশাসনের পাশাপাশি হালদা সম্পৃক্ত সবাইকে একসাথে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১:২৭)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১