নিজস্ব প্রতিনিধি॥
আন্তর্জাতিক সেবা সংগঠন ৩১৫ বি ১ লায়ন্স ক্লাব অব ঢাকা এরিস্ট্রোক্রেট এর স্পন্সরকৃত লিও ক্লাব অব ভৈরব এরিস্টোক্রেট এর সার্ভিস প্রোগ্রাম ফ্রি মেডিকেল চেকআপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহরের কমলপুর নিউটাউনস্থ মেডিল্যাব জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কেএনএম জাহাঙ্গীর আলমের সহযোগিতায় এই ফ্রি মেডিকেল চেকআপ অনুষ্ঠিত হয়। এতে ব্লাড, ডাইবেটিকস, ইউরিনসহ বিভিন্ন টেস্ট করা হয়।
লিও ক্লাব অব ভৈরব এরিস্টোক্রেট এর চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া এ সময় বলেন, লিও ক্লাব অব ভৈরব এরিস্টোক্রেট সব সময় কাজ করে সমাজের অসহায় ও অবহেলিত মানুষের জন্যে। আগামীতেও এইরকম প্রোগ্রাম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চার্টাড ভাইস প্রেসিডেন্ট লিও শাতিল খান, ভাইস প্রেসিডেন্ট লিও নাজমুল, চার্টাড সেক্রেটারি গোলাম মোহাম্মদ সাবাব, জয়েন্ট সেক্রেটারি লিও মারুফ, জয়েন্ট সেক্রেটারি লিও সাইম আহমেদ, জয়েন্ট সেক্রেটারি লিও শামীম আহমেদ, চার্টাড ট্রেজারার লিও গোলাম মোহাম্মদ সাওকি, জয়েন্ট ট্রেজারার লিও আবু ইউসুফ, টেইল টুইস্টার লিও শামসুল হক মামুন, টেমার রিফাত আদনান, আইটি সাপোর্ট কো-অডিনেটর লিও তানজিল সরকার প্রমূখ।