শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানের ৬নং বিনাজুরী ইউনিয়নের পুর্ব ইদিলপুর বিনাজুরী সড়কের দু”পাশ থেকে অর্ধশতাধিক ছোট বড় গাছ কেটে ফেলা হয়েছে গাছের দাবিদার মালিক সুভাষ চন্দ্র বড়ুয়া ও নিলকমল বড়ুয়া।সরেজমিনে দেখা গেছে,সড়কের দু’পাশ থেকে সেগুন, মেহগনী, আকাশমনীসহ বিভিন্ন প্রজাতির ছোট- বড় সাইজের গাছ কেটে ফেলা হয়েছে।এবিষয়ে নীল কমল বড়ুয়া বলেন,সড়কের পাশে গাছগুলো নিজেদের মালিকানা।টাকার প্রয়োজন হয়েছে, তাই গাছগুলো বিক্রি করেছি।গাছগুলো আমাদের কাছে থেকে কিনে নেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী ভাই ব্যবসায়ী রাজিব চৌধুরী রাজু।গাছ কাটার বিষয়ে প্রশাসনের কাছ থেকে অনুমিত বিষয়ে জানতে চাইলে নীল কমল বড়ুয়া বলেন, বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী ভাই ব্যবসায়ী রাজিব চৌধুরী রাজু ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নেয়। প্রতিটি গাছ কাটার অনুমতি বাবদ ২শত টাকা করে সুভাষ চন্দ্র বড়ুয়ার কাছ থেকে নেয় রাজু।এ বিষয়ে ব্যবসায়ী রাজিব চৌধুরী রাজু বলেন, সড়কের পাশ থেকে গাছগুলো আমি ক্রয় করেনি ও গাছ আমি কাটেনি। গাছ কাটার কোনো অনুমিতও আমি ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে দেয়নি।গাছ কাটার বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে কোনো অনুমতি নিয়েছে কিনা জানতে চাইলে চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী বলেন,গাছ কাটার বিষয়ে আমরা কাছ থেকে কেউ অনুমতি নেননি বলে বিষয়টি অস্বীকার করেন তিনি।এ ব্যাপারে রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেনন আমার কাছ থেকে সড়কের পাশ থেকে গাছ কাটার বিষয়ে কোনো অনুমতি নেয়নি কেউ।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার এর কাছে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, সড়কের পাশ থেকে গাছ কাটার কোনো অনুমতি নেয়নি। আমি তদন্ত করে বিষয়টি দেখছি।