রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্য সামনে রেখে রাউজানে ৫১তম জাতীয় সমবায় দিবসে রাউজান মুন্সিরঘাটা শাহ্ লতিফ অটোরিক্সা চালক সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গতকাল সকালে রাউজান উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে
এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ওবাইদুল হক। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন রঞ্জন বড়ুয়া,এম এ হাসেম, মোহম্মদ মুবিন উদ্দিন, নুরুনবী প্রমুখ।আলোচনা সভা শেষে রাউজান মুন্সিরঘাটা শাহ্ লতিফ অটোরিক্সা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুবিন উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।