রায়পুরায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামা পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের তোলাতলী গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেট্টোল পাম্পে কাজ করতেন।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া মোটরসাইকেলে করে রায়পুরা থেকে ভৈরবে যাচ্ছিলো। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামা পাড়ায় পৌঁছলে অজ্ঞাত কোন গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। পরে পথচারীরা মহাসড়কে দূর্ঘটনা দেখতে পেয়ে আমাদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি।

তিনি আরো বলেন, জায়গাটি নির্জন হওয়ায় কোন গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। আমরা গাড়িটি শনাক্তের চেষ্ঠা চালাচ্ছি। আর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১:৩০)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০