অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় নওগাঁ শহরের গাঁজা গোল্লা মোড় টেনিজ ক্লাবের মেইন গেটের সামনে পৌরসভার গেট সংলগ্ন অনন্যা অ্যাস্ট্রলজির শুভ উদ্বোধন হয়েছে। অনন্যা বিপণী ও অনন্যা অ্যাস্ট্রলজির প্রতিষ্ঠানটির পরিচালক (স্বত্বাধিকারী) সুফি কাজি বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন, নকস্বন্দি, মোজাদ্দেদী কুতুববাগী পীর কেবলাজানের পীর আলহাজ্ব সৈয়দ জাকির শাহ্।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মির্জা বাচ্চু, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
নকস্বন্দি, মোজাদ্দেদী কুতুববাগী পীর কেবলাজানের পীর আলহাজ্ব সৈয়দ জাকির শাহ্ অনুষ্ঠান শেষে দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন।