রাউজান প্রতিনিধিঃ রাউজান থানা পুলিশের অভিযানে রানা আচার্য্য নামের এক সন্ত্রাসীকে নোয়াপাড়া পথের হাট থেকে গ্রেফতার করেছে। থানার এএসআই সুজন পাল জানিয়েছে দীর্ঘদিন পলাতক থাকা ওই সন্ত্রাসী পরোয়ানাভুক্ত আসামী। গোপন সংবাদ ভিত্তিতে এই আসামীকে গ্রেফতার করা হয় গতকাল ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে। সন্ত্রাসী রানা আচার্য্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রানা আচার্য্য নোয়াপাড়া ইউনিয়নের আচার্য্য পাড়ার সুবল আচার্য্যরে পুত্র।