শপথ নিলেন পিরোজপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রোজিনা বেগম

 

পিরোজপুর প্রতিনিধি :
জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ পড়ানো হয়েছে। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এ শপথ অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এসময় শপথ নেন পিরোজপুর জেলা পরিষদের (কাউখালী-ইন্দুরকানী-পিরোজপুর) সংরক্ষিত ২নং আসনে সদস্য রোজিনা বেগম।

রোজিনা বেগম ২নং ওয়ার্ড (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও কাউখালী) রোজিনা বেগম-১৫২ ভোট পেয়ে সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত জেলা পরিষদ নির্বাচনেও রোজিনা বেগম সংরক্ষিত ২নং আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। রোজিনা বেগম কদমতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম এর স্ত্রী।

তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। অপরদিকে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট স্থগিত হয়।
নির্বাচনে ৪৫৪ জন সাধারণ ওয়ার্ডের সদস্য ১৬৯ জন সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হন। গত ১৯ থেকে ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে। জেলা পরিষদ আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথের বিধান রয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:০২)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০