ফুলবাড়ী হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন।

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সংবাদপত্রের হকার্সদের পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয় নিয়ে ফুলবাড়ী হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাকক্ষে স্থানীয় পত্রিকা বিক্রেতাদের আয়োজনে সাধারণ সভায় ইজাজুল হককে আহবায়ক এবং আরজু বেগমকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার,সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,প্রভাষক রীতা রানী কানু, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। পত্রিকা বিক্রেতাদের মধ্যে বক্তব্য রাখেন ইজাজুল হক, মোন্নাফ আলী, আরজু বেগম, ইদ্রিস আলী, আশরাফ আলী, জাহাঙ্গীর আলম, আখেরাতুজ্জামান, মাহফুজ আলামিন, আব্দুল জব্বার প্রমুখ।
শেষে ইজাজুল হককে আহবায়ক এবং আরজু বেগমকে সদস্য সচিব ও মোন্নাফ আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে পাঁচ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়।
এছাড়াও উপস্থিত সকল সাংবাদিককে ফুলবাড়ী হকার্স ইউনিয়নের উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।
এই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পুণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (দুপুর ১:৩৫)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০