রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর আইলী খীল মোহাম্মদিয়া জামে মসজিদের নির্মান কাজের জন্য শাহানশাহ্ সৈয়দ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট্রের পক্ষ থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।গত ২০ নভেম্বর রবিবার বিকালে চট্টগ্রাম নগরীর বদ্দারহাটস্থ শাহানশাহ হযরতজিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট্রের কার্যালয়ে ২লাখ টাকা অনুদানের চেক মসজিদ কমিটির সভাপতির হাতে তুলে দেয় ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। এসময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার এইচ ই ডাঃ রাজিব রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপচার্য্য প্রফেসার ড. ইফতেখার উদ্দিন চৌধুরীূ, চট্টগ্রাম জেলার পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, ট্রাস্ট্রের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, অধ্যাপক জহুরুল আলম ট্রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা তানভীর প্রমুখ ।
আপডেট টাইম : সোমবার, নভেম্বর ২১, ২০২২, ১৩৭ বার পঠিত