ফুলবাড়ীতে বিদ্যালয়ের নামফলক ব্যানার ছিড়েছে দুবৃর্ত্তরা

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান ফটকের নামফলকের ব্যানার, রাতের আঁধারে ছিড়ে ফেলেছে দুবৃর্ত্তরা।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সড়কস্থ ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এঘটনা ঘটে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত দুইদিন পূর্বে পুরোতন নামফলক ব্যানারটি বদলে নতুন ব্যানার লাগানো হয়। প্রতিদিনের ন্যায়ে বিকেলে বিদ্যালয় শেষে গত বৃহস্পতিবার বিদ্যালয় ত্যাগ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীরা। পরের দিন সকালে (গতকাল শুক্রবার) বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয়দের সূত্রে জানতে পারেন কে বা কাহারা বৃহস্পতিবার রাতের আঁধারে নামফলকের ব্যানারের এক অংশ ছিঁড়ে ফেলেছে। ইতোপূর্বেও সড়ক ঘেঁষা বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নানান প্রকার অশ্লীল ভাষা প্রয়োগ করে লিখালিখি করে কিছু বখাটেরা।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে ওঠে স্থানীয়দের সূত্রে জানাতে পারি কে বা কাহারা উদ্দেশ্য প্রণীতভাবে নামফলকের নতুন ব্যানারের এক অংশ ছিঁড়ে ফেলেছে। বিষয়টি সাথে সাথে প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। আলোচনা সাপেক্ষে আইনের সহায়তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্ত বলেন, বিষয়টি নিয়ে কমিটির সকলকে ডেকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৯:৫৪)
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০