ফুলবাড়ীতে বিনামুল্যে আইন সহায়তা পেতে লিগ্যাল এইড কমিটির উদ্বুদ্ধকরণ বিষয়ক সমন্বয় সভা

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামুল্যে আইন সহায়তা পেতে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এতে লিগ্যাল এইড কর্মকর্তা ও জেলা সিনিয়র সহকারী জজ মোশাররফ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।
এছাড়াও বক্তব রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সদস্যসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:৫২)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০