মনোয়ার উল্যাহ:ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।২৪ শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩,৩০মিনিট পর্যন্ত ভোট গ্ৰহন হয়। বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের অভিভাবকগনকে ভোটার হিসাবে তালিকা প্রকাশ করা হয়।মোট ভোটারের সংখ্যা ২৬২ এতে ১৭৭ জন ভোট প্রদান করে।ম্যানেজিং কমিটির সদস্য পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদন্তিতা করেন।কোরবান আলী চেয়ার মর্কায় সর্বোচ্চ ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সেলিম মিয়া মটরসাইকেলমার্কায় ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শফিকুল ইসলাম আনারস মার্কায়৫৪ ভোট পেয়ে পরাজিত হয়।
উল্লেখ্য মহিলা সদস্য পদে শাহানাজ ও বিপাশা সিলেকশনে ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।