শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
প্রতি সপ্তাহে দু’দিন বৃহস্পতি- রোববার হাট বসে অপচনশীল আবর্জনার।এই হাটে বসে রাউজান পৌরসভার আঙ্গিনায়।এই হাটে প্লাস্টিক পলিথিন ও অপচনশীল আবর্জনার প্রতি বস্তা একশত টাকা দাম দিয়ে কিনে নেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।পরিবেশ দূষণ মুক্ত ও রাউজান পৌরবাসীকে পরিবেশ বিষয়ক সচেতন করার লক্ষ্যে তিনি এ উদ্যোগে নেন।মেয়রকে একাজে সার্বক্ষণিক সহায়তা প্রদান করছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান পৌরসভার আঙ্গিনায় বসা সাপ্তাহিক হাটে অপচনশীল আবর্জনা কুঁড়িয়ে বস্তাভরে নিয়ে আসেন নানা বয়সী নারী-পুরুষরা। তাদের কাছ থেকে টাকা দিয়ে অপচনশীল আবর্জনা কিনেন রাউজা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ ও মেয়র জমির উদ্দিন পারভেজ।জানা যায়,
সংগ্রহ করা এসব ময়লা-আবর্জনা ও অপচনশীল বজ্য প্রক্রিয়াজাত করতেই পৃথক দুটি প্রকল্প গ্রহন করেছেন পৌর মেয়র।দুটি প্রকল্পের মধ্যে একটি হবে পোকা তৈরি কারখানা আর অন্যটি প্লাষ্টিক দানা তৈরি কারখানা। পোকা থেক জৈবসার, হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরি করা হবে।প্লাষ্টিক দানা থেকে তৈরি করা হবে নিত্য ব্যবহার্য্য প্লাষ্টিক জিনিষপত্র।রাউজানে পরিবেশকে দূষণমুক্ত রাখতেই পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের এমন উদ্যোগের প্রশংসা করেন ইউএনও আব্দুস সামাদ শিকদার।