রাউজান পৌর আঙ্গিনায় প্রতি সপ্তাহে দু’দিন বসে অপচনশীল আবর্জনার হাট- টাকা দিয়ে কিনেন মেয়র

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
প্রতি সপ্তাহে দু’দিন বৃহস্পতি- রোববার হাট বসে অপচনশীল আবর্জনার।এই হাটে বসে রাউজান পৌরসভার আঙ্গিনায়।এই হাটে প্লাস্টিক পলিথিন ও অপচনশীল আবর্জনার প্রতি বস্তা একশত টাকা দাম দিয়ে কিনে নেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।পরিবেশ দূষণ মুক্ত ও রাউজান পৌরবাসীকে পরিবেশ বিষয়ক সচেতন করার লক্ষ্যে তিনি এ উদ্যোগে নেন।মেয়রকে একাজে সার্বক্ষণিক সহায়তা প্রদান করছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান পৌরসভার আঙ্গিনায় বসা সাপ্তাহিক হাটে অপচনশীল আবর্জনা কুঁড়িয়ে বস্তাভরে নিয়ে আসেন নানা বয়সী নারী-পুরুষরা। তাদের কাছ থেকে টাকা দিয়ে অপচনশীল আবর্জনা কিনেন রাউজা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ ও মেয়র জমির উদ্দিন পারভেজ।জানা যায়,
সংগ্রহ করা এসব ময়লা-আবর্জনা ও অপচনশীল বজ্য প্রক্রিয়াজাত করতেই পৃথক দুটি প্রকল্প গ্রহন করেছেন পৌর মেয়র।দুটি প্রকল্পের মধ্যে একটি হবে পোকা তৈরি কারখানা আর অন্যটি প্লাষ্টিক দানা তৈরি কারখানা। পোকা থেক জৈবসার, হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরি করা হবে।প্লাষ্টিক দানা থেকে তৈরি করা হবে নিত্য ব্যবহার্য্য প্লাষ্টিক জিনিষপত্র।রাউজানে পরিবেশকে দূষণমুক্ত রাখতেই পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের এমন উদ্যোগের প্রশংসা করেন ইউএনও আব্দুস সামাদ শিকদার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:৩৬)
  • ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০