চিলমারীতে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, অতঃপর উদ্ধার করল পুলিশ

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করে ছিলেন মোঃ আশরাফুল আলম সিদ্দিক (বাবুল) ৪২ নামের এক ব্যক্তি। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করেছেন চিলমারী মডেল থানার পুলিশ। গতকাল রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানাগেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে বাবুল ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেন। পরে এলাকাবাসীর ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ তাঁর বাড়ি যায়। এ সময় তিনি দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করেন ও তাঁকে উদ্ধার করেন চিলমারী মডেল থানার পুলিশ। পরে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান ঘটনাস্থলে যান এবং পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে বাবলুকে আত্মহত্যা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৮:৫৭)
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০