মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিজিবি দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র আয়োজনে সদর দপ্তরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
বিজিবি দিবস ২০২২ উপলক্ষে ইউনিট এবং সীমান্ত ফাঁড়ির সকল মসজিদে ফজর নামাজের পর মিলাদ ও বিশেষ মোনাজাত এবং রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিশেষ দিনটির সূচনা হয়।
এ উপলক্ষে সকালে ১১টায় সদর দপ্তর বিজিবি, পিলখানা, ঢাকায় অনুষ্ঠিত বিজিবি দিবসের কুচকাওয়াজ ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দরবার ভিটিসি এর মাধ্যমে ব্যাটালিয়ন সদরে উপভোগ ও অধীনস্থ সকল সীমান্ত ফাঁড়ি ও ক্যাম্পে ভিএইচএফ,ইউএইচএফ বেইজ সেটের মাধ্যমে শোনানোর ব্যবস্থা করা হয় এবং ব্যাটালিয়ন সদরে অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ২টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে ইউনিট এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সেডে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল আলমগীর কবির(পিএসসি),২৯বিজিবির পদস্থ্য কর্মকর্তা ও সৈনিকগণ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ। এরপর সন্ধ্যায় মনঙ্গো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়।