মোঃ আল আমিন: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১নং সেকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিনামূল্যে বিতরন করা হয়েছে। সারা দেশের ন্যায় ১ লা জানুয়ারী রবিবার ১ম শ্রেনী থেকে ৪র্থ শ্রেনী পর্যন্ত বই বিতরন করা হয়।
শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, আমরা নতুন বছরে বিনামূল্যে নতুন বই পেয়ে আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার বলেন, সারা বাংলাদেশের ন্যায় ১লা জানুয়ারী ১ নং সেকদি সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছি। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন,, সহকারী শিক্ষক নাজমা আক্তার, জাহাঙ্গীর আলম,নাজমুন নাহার, জোবায়দা খানম,জিনাত সুলতানা। ইউনিয়ন এমপি প্রতিনিধি, কামরুল হাসান বাবলু,৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মানসুর খান,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন মুন্সি, ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন মিজি, আনিছুর রহমান রনি তপাদার, লোকমান হাজ্বী,বাবুল গাজী, বিল্লাল খান।