বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি কলঙ্কিত করে এমন সংবাদ পরিবেশন না করা ভালো : ফজলে করিম এমপি

 

রাউজান প্রতিনিধিঃ
রেলপথ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ‘বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজকে ধ্বংস করে, সমাজকে কলঙ্কিত করে এমন সংবাদ পরিবেশন না করা ভালো। তিনি আরোও বলেন, দেশ একটি, উপজেলা একটি, প্রেসক্লাবও থাকবে একটি। প্রকৃত সাংবাদিকদের সংগঠনের বাইরে যাতে কোনো ভূইঁফুর প্রেসক্লাব বা তথাকথিত সাংবাদিক না থাকে সেজন্য প্রকৃত সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। গতকাল মঙ্গলবার রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক, বার্ষিক বনভোজন উপলক্ষে নব-নির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাউজান পৌর এলাকার গিরিছায়ার অডিটোরিয়ামে রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও আবদুস সামাদ সিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা (ভুমি) রিদোয়ানুল ইসলাম, সাংবাদিক মহসিন কাজী, প্রণব বড়ুয়া অর্ণব, উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাজী মো. ইকবাল, ইরফান আহমেদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ডাক্তার বরুন আচার্য্য বলাই। বৈধপথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি স্বরূপ সিআইপি নির্বাচিত হওয়ায় ইয়াছিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ, রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল,  ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সরোয়ার্দী সিকদার, লায়ন সাহাবুদ্দিন আরিফ,সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, ভুপেষ বড়ুয়া, বাবুল মিয়া, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, রবীন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, আ.লীগ নেতা শফিউল আলম, সংগঠক মহিউদ্দিন ইমন, অরুন মহাজান, আলমগীর কবির, মাহাবুবুল আলম, সাংবাদিক শিবলী আল সাদিক, আকাশ আহমেদ, রফিকুল ইসলাম তালুকদার, আবদুল লতিফ, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মামুন, আক্কাস উদ্দিন মানিক, সাদিকুজ্জামান শফি, মোরশেদ আলম। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাউজান প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেনের পরিচালনায় বর্ণাঢ্য মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ সবচেয়ে রিয়েলিটি শো আরটিভি টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন  জনপ্রিয় কণ্ঠশিল্পী মহিমা দেব ত্রয়ী। বাংলাদেশ টিভি ও বেতার শিল্পী মহৎ দেব আপন। অনুষ্ঠানে আলাচনা সভা, সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের শুভ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৯:৫৮)
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০