ছাত্রলীগ নেতাকর্মী হতে হবে আদর্শবান-দেশপ্রেমিক – এমপি ফজলে করিম চৌধুরী

 

রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ জানুয়ারি) রাউজান পৌর সদর এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।তিনি বক্তব্যে বলেন, মেধাবী মনন ছাত্রদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল।
সুতারাং মেধাবী ছাত্রদের ঠিকানা হতে হবে ছাত্রলীগে। ছাত্রলীগ নেতাকর্মী হতে হবে আদর্শবান, দেশপ্রেমিক ও স্বপ্নবান।দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ছাত্রলীগকে।চাঁদাবাজ, টেন্ডরবাজি ও সন্ত্রাসীদের স্থান নেই ছাত্রলীগে। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।সংগঠনের সভাপতি অনুপ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির তালুকদার, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারন সম্পাদক ফয়সাল মাহমুদ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দরা।এই অনুষ্ঠানে অর্ধশত সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও তিন শতাধিক ছাত্রলীগের কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (ভোর ৫:২৪)
  • ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০