পাংশায় দু’দিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকালে আলোচনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দু’দিন ব্যাপী ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা শীতকালীন ক্রীড়া কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ উপজেলার সকল স্কুল মাদরাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।
জানা যায়, গত বুধবার ৫১তম বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়। উপজেলার ৩৪টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও ২৫টি মাদরাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাংশা সরকারি কলেজ মাঠ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা মাঠে প্রতিযোগিতার ভেন্যু করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:০০)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০