আবদুল কাদির জীবন, সিলেট সিটি প্রতিনিধিঃ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক, সিলেট মোবাইল পাঠাগারের সচিব, বিশিষ্ট ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন বলেন, ‘সাহিত্য মানুষের জন্যই সৃষ্টি। আমাদের নিত্যদিনের জীবনযাপন কিংবা হাসি-কান্না, দুঃখ-বেদনা, ভালো-মন্দ সবকিছু সাহিত্যের মধ্যে ফোঁটে ওঠে।শিল্পসাহিত্য চর্চা আমাদের প্রেরণা শক্তিকে জাগ্রত এবং আমাদেরকে ভালো মানুষ হতে উদ্ভুদ্ধ করে।’
তিনি গতকাল শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) সন্ধা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮০৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক রাজনীতিবিদ আনোয়ার চৌধুরী। পঠিত লেখার উপর আলোচনা করেন প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি মকসুদ আহমদ লাল, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, মনোয়ার পারভেজ, গীতিকার বাহা উদ্দিন বাহার, বাবলি বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন ছড়াকার ফতুল করিম হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার চৌধুরী বলেন, মানুষের ভালোবাসার মধ্যে যে শান্তি সেটা আর কোথাও মিলে না। জীবনে টাকাই সবকিছু না, ভালোবাসার মধ্যেই জীবন। আমাদের ভিতরে লোকানো মানুষত্ববোধটাকে জাগ্রত করতে পারলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো।