মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলা আলগী উত্তর ইউনিয়নে মরহুম আঃ জাব্বার (মাষ্টার) পাটওয়ারী স্মরণে বাগান বাড়ি ক্লাবের উদ্যোগে তৃতীয় বারের মত মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকালে নয়ানী জমিলায়ে মহিলা দাখিল মাদ্রাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ সভাপতি এম এ বাশার, হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
বাগান বাড়ি ক্লাবের সভাপতি ও আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান এর পরিচালনায় অনুষ্ঠানে বাগান বাড়ি ক্লাবের সাধারন সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন পাটওয়ারী, পরিচালক সাকিল পাটওয়ারী, স্বপন পাটওয়ারী, মহন পাটওয়ারী, বাবু পাটওয়ারী শরিফ পাটওয়ারী, আরিফ পাটওয়ারী, উপদেষ্টা ইউপি সদস্য মিন্টু মিয়া কবিরাজ, আলি আহমদ মাস্টার, বাচ্চু মিয়া পাটওয়ারী, আঃ রহমান পাটওয়ারী, মোক্তার খান, টেলু বেপারী সহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী মেঘনা একাদশ বনাম পদ্মা একাদশ। এছাড়াও যমুনা একাদশ, মধুমতি একাদশ ও কর্নফুলি একাদশ টুর্নামেন্টে অংশ নিবেন। খেলা পরিচালনায় কামরুল ইসলাম বাবু পাটওয়ারী, গ্রাম পুলিশ আরিফ খান প্রমুখ।