শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা

সুজন পোদ্দার, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
ঐতিহ্যবাহী শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে চাঁদপুর জেলা ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চাঁদপুর জেলাধীন ৫৩টি হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৩শতাধিক ছাত্ররা অংশ গ্রহন করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন উস্তাযুল হুফ্ফাজ শায়খ আব্দুল হক ও মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী।
প্রতিযোগিতা শেষে বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামেয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা আবু হানিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন- হাজীগঞ্জ উপজেলার আল ইহসান মাদ্রাসার ছাত্র যথাক্রমে সোহান ও জাবের হোসেন। তৃতীয় স্থান অধিকার করেন কচুয়া উপজেলা আকিয়ারা মাদ্রাসার ছাত্র ইয়াছিন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসায় সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, অত্র মাদ্রাসার উপদেষ্টা ও কচুয়া কন্ঠের প্রধান সম্পাদক শরিফুল ইসলাম মিঠু প্রমুখ।
ছবি-১: জেলা ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান স্বর্ণ পদক অধিকারী সোহানকে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
ছবি-২ঃ অনুষ্ঠানের অতিথিবৃন্দদের সাথে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রাপ্তরা (ডানে তৃতীয় মধ্য খানে প্রথম ও বামে তৃতীয় স্থান অধিকারকারী)।

সুজন পোদ্দার
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ২:৩৬)
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০