নওগাঁয় পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ৫শ কম্বল বিতরন

 

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ৫শ হতদরিদ্র, অসহায় ও গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে পুলিশ লাইনন্স মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, ডিআই ওয়ান মোবারক হোসেন, সদর মডেল থানার ওসি ( অপারেশন) আব্দুল গফুরসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরুল ইসলাম স্যারের মানবিক উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নানামুখী সহমর্মিতামূলক কাজে পুলিশ সর্বদা নিয়োজিত। সামনের দিনেও পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় কাজ করে যাবে।

এসময় নওগাঁ জেলা সদর ও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৫শ শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।

অন্তর আহমেদ
নওগাঁ
২৫.০১.২৩

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৭:৩৫)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০