পলাশে একসঙ্গে ২ মেয়ে ও ১ ছেলের মা হলেন সুমি

সাব্বির হোসেন, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে একসাথে ৩টি সন্তানের জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক নারী। বুধবার (২৫ জানুয়ারি) রাত ৯ টায় পলাশের তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশন হয় ওই নারীর।

এসব তথ্য নিশ্চিত করেন ওই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত প্রধান কর্মকর্তা মোঃ আতাউর রহমান। এক সাথে তিন সন্তানের জন্ম দেওয়া সুমী আক্তার ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার চাকুরীজীবি আবু তালেবের স্ত্রী।

নবজাতকদের ফুফু মানছুরা বেগম জানান, আমার ভাইয়ের আগেও ১২ বছর ও ১০ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। এইবার একসাথে আরও ৩টি সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে।

তারা মিয়া মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ৮ থেকে নয়টা নাগাদ গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ খাদিজা বেগমের তত্বাবধানে তিনটি যমজ নবজাতকের সফল সিজার সম্পন্ন হয়েছে। যমজ নবজাতকদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:৪১)
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১