নওগাঁয় শিক্ষা সংস্কার আন্দোলনে মানববন্ধন

 

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ বাস টার্মিনাল, মাতজী মোড়, তাদের দলীয় জেলা কার্যালয়ের সামনে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে বালুডাঙ্গা বাস টার্মিনাল মাতজী মোড়, তাদের দলীয় জেলা কার্যালয়ের সামনে শিক্ষাক্রম’ ২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেন।

বৃহস্পতিবার ২৬ জানুয়ারী বেলা ৩ ঘটিকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদ আলমের সভাপতিত্বে মানববন্ধন পালিত হয়।

এতে উপস্থিত বক্তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা শাখা নওগাঁর সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম, প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহান আল্লাহ তায়ালা হযরত আদম (আঃ) কে মাটি হতে তৈরি করেছেন আর মানুষ আদম হতে সৃষ্টি। অথচ ৯২% মুসলমানের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বইতে ছাত্র-ছাত্রীদের শেখানো হচ্ছে মানুষ নাকি বানর হতে তৈরি, নাউজুবিল্লাহ।

আরোও বলেন, বর্তমান বিতর্কিত পাঠ্যক্রমের বিভিন্ন বিষয় আলোকপাত করে শিক্ষাক্রম’ ২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান। নতুবা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে দুর্লভ আন্দোলন গড়ে তুলবে মর্মে সরকারকে হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে নওগাঁ সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।#

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:৪৯)
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১