রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান তাহফিজুল কুরআন মডেল হিফজখানা কার্যক্রম শুরু । শনিবার দুপুরে রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশনস্থ কাজী প্লাজা ভবনের ২য় তলায় রাউজান তাহফিজুল কুরআন মডেল হিফজখানার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক আল্লামা ইয়াহিয়া ছাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি কমিশনার মোরশেদ খান, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, রাউজান তাহফিজুল কুরআন মডেল হিফজখানা পরিচালনা কমিটির সভাপতি আবু মোহাম্মদ খালেদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফজলুল কবির চৌধুরী, মুফতি লোকমান, মাদ্রসার পরিচালক শহীদুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, কাজী শফি, কাজী সোহেল প্রমুখ ।