নিজস্বপ্রতিনিধিঃ আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সারাদেশ থেকে আগত জেলা মহানগর ও বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিয়ে আগামীর পথচলা চলাকে আরও সুদৃঢ় করতে এবং সংগঠনকে আরও গতিশীল ও আসন্ন নির্বাচনে তাদের করনীয় নির্ধারনে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারী সোমবার দিনব্যাপী রাজধানী ঢাকার ধানমন্ডির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আহাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা শফিকুল মজুমদার টিপু,তরিকুল ইসলাম জুয়েল,আশরাফুল ইসলাম নয়ন,চাঁদপুর জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক,ও চাঁদপুর জেলার সাঃসম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল। সভায় চাঁদপুর জেলার সাঃসম্পাদকের বক্তব্য ও করনীয় সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বক্তারা আগামী নির্বাচনে বর্তমান সরকারের প্রতি পর্ন সমর্থনের ঘোষণা করা হয়।