মোঃ নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ সংবাদদাতাঃ
সুনামগঞ্জ জেলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাআজ মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি-২০২৩ খ্রি. মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ০৮:০০ ঘটিকায় সুনামগঞ্জ পৌরসভাধীন ট্রাফিক পয়েন্টে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সুনামগঞ্জের পক্ষ হতে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী নূরুন্নাহার মুনমুন। এ সময় সুনামগঞ্জ জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নিবেদনের মধ্য দিয়ে নানা কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে প্রভাতফেরী সহ নানা আয়োজনে পালিত হয়েছে ।
এছাড়াও ১৯৫২ সালের দিনটি ছিল ২১ ফেব্রুয়ারী, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গভীর শ্রদ্ধার সাথে জাতি স্মরণ করছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।