জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হামদর্দ নকলা শাখা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
২১ ফেব্রুয়ারি মঙলবার সকালে পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আয়ুর্বেদ চিকিৎসক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও হামদর্দ নকলা শাখার চিকিৎসক হাকিম সানজিদা ইয়াসমিন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ ও রূহ আফজা শরবত দিয়ে আপ্যায়ন করা হয়।
ওইসময় হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন, অফিস সহকারি মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।