রাউজান প্রতিনিধিঃ
রাউজানের ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফতেহ নগর বদিউর রহমান চৌধুরীর বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে ত্রান সামগ্রী ও বিভিন্ন নিত্য পণ্য জিনিস বিতরণ করা হয়।বৃহস্পতিবার বিকালে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে তাৎক্ষনিক এ সামগ্রী বিতরন করেন ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। গতকাল ১ মার্চ বুধবার দুপুর ১টার সময়ে এই অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হয়ে ৮ পরিবারের বসতঘর ও বসত ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শওকত উসমান চৌধুরী, যুবলীগ নেতা বখতিয়ার, দিল মোহাম্মদ,নাছির উদ্দিনসহ অনেকে।