সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
হবিগন্জের চুনারুঘাট উপজেলায় ট্রাক্টর চাপায় ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমির খেলোয়ার মোজাম্মেল হক (২২) নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার উবাহাটার পুরাতন হাইওয়ে থানার কাছে এ ঘটনা ঘটে।
মোজাম্মেল হক চুনারুঘাটের ঘরগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ছদরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে মোটরসাইকেলযোগে শায়েস্তগঞ্জ যাচ্ছিলেন মোজাম্মেল। পুরাতন হাইওয়ে থানার কাছে এলে মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেল কে চাপা দিলে গুরুতর আহত হন মোজাম্মেল।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেলের মৃত্যু হয়।
উল্লেখ্য সুপ্রিমকোর্টের আইনজীবী ও মিডিয়া ব্যাক্তিত্ব ব্যারিস্টার সাইদুল হক সুমনের একক প্রচেষ্টায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি গঠিত হয়। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাঠিতে ও পদচারণা শুরু করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়েরা।