রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় ৭নং সদর ইউনিয়নের ইউপি সদস্যের বসতঘর থেকে ১৭ কেজি ওজনের প্রায় ১২ ফুট লম্বা বিশাল একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শিবু বড়ুয়ার বসতঘরের ছাদ থেকে বিশাল আকৃতির এই অজগর সাপ উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে হস্তান্তর করেন।স্থানীয় সূত্রে জানা যায়, অজগরটি খাবারের সন্ধানে বসতঘরে ছাদে প্রবেশ করেছিল।