সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

 

জাকির আহম্মদ জিম
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাইফুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সাইফুল নওগাঁ সদর এলাকার দিঘাহার গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। শনিবার (৪ মার্চ) দুপুর ৩ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ঘটনাটি ঘটে।
দায়িত্বরত গেটম্যান শাহাদাত হোসেন জানান, চিলাহাটী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল রকেট মেইল ট্রেন। দুপুর ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে পৌঁছামাত্র ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:০৪)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১