নিউজ ডেস্ক:
চাঁদপুর পৌরসভার মেয়র, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিল্লুর রহমান জুয়েলের বাবা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান আর নেই। তিনি রাজধানীর বিআরবি হাসপাতালে আজ ভোররাতে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনিসহ চাঁদপুরের সকল স্তরের মানুষ।
মো. লুৎফুর রহমানের মৃত্যুতে চাঁদপুর জেলা অনলাইন প্রেসক্লাবের এর সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- আশিক খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রার্থনা করি তিনি যেন মরহুমকে বেহেশত্ নসীব করেন এবং তাঁর পরিবার পরিজনকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য্য দান করেন।
তাঁর প্রথম জানাজার নামাজ আজ রোববার বাদ আছর(বিকেল পৌনে পাঁচটা) বেগম মসজিদ ঈদগাহে অনুষ্ঠিত হবে।