প্রিয়তমা তিলোত্তমা তুমি মোর মিতা
তোমায় কত ভালবাসি তুমি বোঝনা।
সেইদিন ফুলের বাগে তোমায় দেখে
প্রিয়সী জ্বাললে আগুন আমার বুকে।
ওহে কি এমন তোমার বয়স হলো
দ্বিধাহীন মন খুলেই আমায় বলো।
কবিতা লেখার মাধ্যমে দিলাম হানা
তোমায় আমি ভালোবাসি করোনা মানা।
বসন্তের এই দিনে ফুটলো তোমার ফুল
চোখে না দেখলে ভাঙতো না আমার ভুল।
কলির এযুগে অলিরা খোঁজে ফুল
আমায় যদি খোঁজো পাইবে তুমি কূল।