ফুলবাড়ী সাব-রেজিষ্টার অফিসে দুদকের অভিযান

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
অনিয়ম দুর্নীতির অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিষ্টার অফিসে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে তল্লাশি চালায়।
এসময় দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের অন্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, ফুলবাড়ী সাব-রেজিষ্টার অফিসে অনিয়ম দুর্নীতি ও গ্রাহকদের হয়রানির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান প্রাথমিক ভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে, কিছু রেকড এবং নথিপত্র চাওয়া হয়েছে সে গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
এদিকে ফুলবাড়ী সাব-রেজিষ্টার অফিসে দুদকের অভিযান পরিচালনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাব-রেজিষ্টার অফিসে উৎসুক জনতা ভিড় জমায়। এসময় ভূমি মালিকরা বর্তমান সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন । বিষয়টি নিয়ে কথা বলতে সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি,তার ব্যাবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৫:৪৭)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০