নড়াইলে আন্তঃজেলা জুয়াচক্রের ৬ সদস্য আটক

 

রিপন বিশ্বাস(ক্রাইম রিপোর্টার)নড়াইলঃ

নড়াইলে সদর থানাধীন সিংগা-শোলপুর থেকে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ আন্তঃজেলা জুয়াচক্রের ০৬ সদস্যকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ।
মঙ্গলবার (৬ই মার্চ) দিবাগত রাতে তাঁদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার সিংগা শোলপুর গ্রামের হামিম শেখ(২১), সোহেল(২৮), রুবেল শেখ(৩০), রবিউল শেখ(২৭) ও তারাপুর গ্রামের দিলু মোল্যা(৫০) এবং খুলনা জেলার দৌলতপুর থানার কার্ত্তিককুল গ্রামের জহির শেখ(৪৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জামিল কবীরের তত্ত্বাবধানে নড়াইল সদর থানাধীন শোলপুর গ্রামের জনৈক শংকর বিশ্বাসের মেহগনি বাগান থেকে আন্তঃজেলা জুয়াচক্রের ০৬ সদস্যকে আটক করা হয়।
এ সময় জুয়ার আসর থেকে নগদ ১,৪২০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জামিল কবীর বলেন,
সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৬:০৮)
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১