হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (বুধবার) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের করা হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়েছে। পরে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানসহ আরও অনেক বক্তব্য রাখেন।