ফুলবাড়ীতে হোমিও প্যাথিক পরিষদের বিভাগীয় চিকিৎসক সম্মেলন

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদের রংপুর ও রাজশাহী বিভাগীয় চিকিৎসক সম্মেলন ও দিনব্যাপী হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টা থেকে দিনব্যাপী
বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. অবনী কান্ত মন্ডলের সভাপতিত্বে আয়োজিত চিকিৎসক সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুক এলাহী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব ডা. অঞ্জন কুমার দাস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও ফুলবাড়ী ডি.এস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম শাহাদাতুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. অরুন কুমার সরকার, ডা. চন্দনা রানী মন্ডল, সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মাসউদ রানা প্রমুখ।
সম্মেলনে রংপুর ও রাজশাহী বিভাগের হোমিও প্যাথিক চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট নারী ও পুরুষ চিকিৎসকরা অংশগ্রহন করেন।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৪:৩৫)
  • ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০