হাইমচরে জনতা বাজার স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার জনতা বাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

১১ মার্চ শনিবার বিকালে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় জনতা বাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি সুমন খান এর সভাপতিত্বে স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জসিম উদ্দিন রনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম আল মামুন সুমন। ফাইনাল খেলায় উদ্বোধকের বক্তব্য রাখেন উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, দক্ষিণ আলগী ইউপি সচিব বিল্লাল হোসেন সোহাগ, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজল পাটওয়ারী, ইউপি সদস্য সোহেল পাটোয়ারী, মাসুদ খান, মতিন, বশির উল্লাহ পাঠান, আমান উল্লাহ বেপারী, মিন্টু পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সাবেক ছাত্র নেতা আবু তালেব বাবু জমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা যুবলীগ সদস্য মনির হোসেন হাফেজ ছৈয়াল,মোঃ আবু সুফিয়ান, জনতা বাজার ব্যাবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক মুশা পাটওয়ারী প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্ট খেলার পরিচালনা করেন রাশেদুল ইসলাম ও মিজানুর রহমান। ফাইনাল খেলায় উত্তর আলগী ক্রিকেট একাদশ, বাদামতলী ক্রিকেট একাদশ অংশ নেয়। বিভিন্ন এলাকার ক্রিকেট প্রেমীরা ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। ফাইনাল খেলায় বাদামতলী ক্রিকেট একাদশ জনতা বাজার ক্রিকেট একাদশ খেলা ড্র হয়। টুর্নামেন্টের পক্ষ থেকে প্রধান অতিথি ও উদ্বোধক, বিশেষ অতিথি দেরকে ফুল দিয়ে বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৭:১৫)
  • ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১