জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্ট্রেদেনিং রিডিং হ্যাবিট এ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে ১৩ মার্চ সোমবার উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।
কর্মশালা পরিচালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার শহিদুল ইসলাম, মনিটরিং অফিসার মোহাম্মদ মাসুমবিল্লাহ ও এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইব্রাহীম হাসান।
দিনব্যাপি কর্মশালায় উপজেলার ৪৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন প্রধান ও ৪৮ জন লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারি শিক্ষক অংশ গ্রহণ করেন।