নতুন শিক্ষাক্রম আমাদের কে এগিয়ে দেবে…….চাঁদপুরে ডা. দীপু মনি

 

সুজন আহম্মেদ,চাঁদপুর:
আমাদের নতুন শিক্ষাক্রম আমাদেরকে আরো এগিয়ে দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, তোমাদেরকে মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে, নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, দেশকে ভালবাসতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশ হয়েছি। আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ হব।তোমরাই হবে এদেশের স্মার্ট নাগরিক। অনুষ্ঠান শেষে বিজেদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই অলিম্পিয়াড প্রতিযোগিতায় চাঁদপুর জেলার সকল মাধ্যমিক পর্যায়ের ৭ম ও অষ্টম শ্রেণির ইংরেজি স্পেলিং কনটেস্ট, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরন দাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

বার্তা প্রেরক: সুজন আহম্মেদ
চাঁদপুর প্রতিনিধি
মোবাইল:০১৮৩৯-৯৩৮৮১২
তারিখ:১৪-০৩-২৩ খ্রিষ্টাব্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:৩৯)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০