ক্রীড়া ডেস্ক:১৩মার্চ
নগরীর ৩৯নং ওয়ার্ডস্থ হালিশহর একাদশ ক্লাব ফুটবল একাডেমির নিয়মিত সদস্য মোঃ তামিম সরদার ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীনে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ এবং পারিবারিক সূত্রে চট্রগ্রাম থেকে বিদায় কালে ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ১৩মার্চ , সোমবার বিকেলে সিডিএ বালুর মাঠে।
তামিম সরদার ক্লাবের কিশোর ফুটবল টুর্নামেন্ট, একাডেমি ও ৩য় বিভাগ ফুটবলের নিয়মিত অনুশীলন করেছে।
সে চলতি একাডেমি কাপ ফুটবলে ফাইনাল খেলার টিম হাজী শফিউল আলম স্মৃতি সংঘের খেলোয়াড়।
তাঁকে একটি জার্সি,বই, সার্টিফিকেট,মেডেল উপহার সামগ্রীও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের টিম ম্যানেজার ও আহ্বায়ক, সাংবাদিক মু:বাবুল হোসেন বাবলা , কিশোর ফুটবলারদের সমন্বয়কারী আমীর হোসেন, সিনিয়র ফুটবলার মোঃ আব্দুল নূর(পংগু) এবং ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য বৃন্দ। সকলই তামিম সরদার এর দীর্ঘায়ূও সাফল্য কামনা করেন।
আপডেট টাইম : মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩, ২০৪ বার পঠিত