মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক বুধবার (১৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফটক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পরে ফুলবাড়ী সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসনে।
এতে কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাইমিনুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও দিনাজপুর শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, কলেজের সহযোগি অধ্যাপক হুমায়ুন রেজা, সহযোগি অধ্যাপক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম, সহযোগি অধ্যাপক জিল্লুর রহমান, শিক্ষক পর্ষদের সম্পাদক জাহিদুল হাসান প্রমুখ।
এরপর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১